বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার এর সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী শাখার নের্তৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বৃহস্পতিবার বিকেলে ইউএনও’র কার্যালয়ে সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী ও বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইন্জিনিয়ার শহীদুল মোস্তফা, নায়েবে আমীর আবদুর রহীম ছানবী, নায়েবে আমীর অধ্যক্ষ মাও মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোক্তার সিকদার, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাও মোরশেদুল ইসলাম ফারুকী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট জিএম সাইফুল ইসলাম, অধ্যক্ষ মোশাররফ হোছাইন, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ আাবু তাহের, যুব বিভাগের সহ-সেক্রেটারী তারেকুল ইসলাম প্রমুখ।
শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি