গোদাগাড়ীতে দুস্থ নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের টাকা প্রদান অনুষ্ঠি
গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে দুস্থ্য নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের টাকা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা হলরুমে ৯টি ইউনিয়নের রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স কর্মসূচী-৩ শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুস্থ নারী কর্মীদের সনদপত্র ও সঞ্চয়ী অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাঃ নাশির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত, উপজেলা কমিশনার (ভূমি) মোঃ জাহিদ হোসেন, সাংবাদিক এবিএম কামরুজ্জামান বকুল, জিখবর সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। গোদাগাড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: মুনছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় ৯০জন দুস্থ নারী কর্মীর সঞ্চয়ের প্রায় ১ লক্ষ ১৮ হাজার করে মোট প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা প্রদান করা হয়।