1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই প্রকাচৌক প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কমিটি গঠন প্রধান সমন্বয়ক শাহেদ আহসান, সদস্য সচিব হাসান রিজভি নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি শপথ অনুষ্ঠানে কাঁদলেন তিতাসের জামায়াতের নবনির্বাচিত আমির ইঞ্জি.শামীম

মীরসরাই প্রকাচৌক প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কমিটি গঠন প্রধান সমন্বয়ক শাহেদ আহসান, সদস্য সচিব হাসান রিজভি নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩১ বার

মীরসরাই প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ (প্রকাচৌক) এর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রধান সমন্বয়ক পদে নির্বাচিত হয়েছেন উক্ত কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শাহেদ আহসান এছাড়া সদস্য সচিব পদে নির্বাচিত হয়েছেন ১৪ তম ব্যাচের মেহেদী হাসান রিজভি।

গতকাল সকাল ১১টা থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আহবায়ক কমিটির আহবায়ক মিয়া মোহাম্মদ ছায়েদ। এতে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, শিমুল ভৌমিক, মো. নাজিমুজ্জামান ও ওমর ফারুক।

প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে উৎসবমুখর পরিবেশে নির্বাচিত হওয়া অন্য সদস্যরা হলেন সমন্বয়ক আলতাফ হোসেন, যুগ্ম-সমন্বয়ক নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, যুগ্ম-সদস্য সচিব রাকিবুল হাসান, অর্থ সচিব জিয়াউল হক, যুগ্ম-অর্থ সচিব ইমাম হোসেন, দপ্তর সম্পাদক ইমাম ফারুক, সহযোগী-দপ্তর সম্পাদক এসএম ফারহান লাবিব, প্রচার সম্পাদক রাকিবুল হাসান তুহিন, সহযোগী প্রচার সম্পাদক সাবিত খান শ্রাবন, ছাত্রী-বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার।

এতে আগামী ২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে বলা হয়। আগামী দুই বছর তাঁরা দায়িত্ব পালন করবেন।

প্রধান সমন্বয়ক সাহেদ আহসান বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে আজকে আমাদের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কলেজের ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাচ ভিত্তিক কমিটির সমন্বয়ে তাদের মনোনীতভাবে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। ওই কমিটির নির্ধারিত সময় অনুযায়ী আজকে তারা সুন্দর একটি নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে আমাকে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ।

আমাদের আর এক মাস পরই কলেজের ২৫ বছর পূর্ণ হবে। এ-উপলক্ষ্যে আমরা রজতজয়ন্তী উৎসবের আয়োজন করবো। আমরা সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন, এর আগের কমিটি অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করেছে। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করবো মেধাবী শিক্ষার্থী, দরিদ্র তহবিল, শিক্ষাবৃত্তিসহ কলেজের উন্নয়নমূলক কাজ করার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম