1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হোমনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এপিএস মতিন খান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

হোমনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এপিএস মতিন খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।

শুক্রবার (১১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার তৃতীয়দিন বিকেল থেকে রাত পর্যন্ত হোমনা উপজেলার পৌরসভা এলাকার মৃত্যুঞ্জয় পোদ্দার এর পূজামণ্ডপ, হোমনা পোদ্দার পাড়া অসিত মেম্বার এর পূজামণ্ডপ, হোমনা পশ্চিম পাড়া কাঙ্গাল সমিতির পূজামণ্ডপ, হোমনা মধ্যপাড়া যুবসংঘ পূজা মন্ডপ, হোমনা উত্তর পাড়া সেবাসংঘ পূজামণ্ডপ, বাগমারা লোকনাথ মাষ্টারের পূজামণ্ডপ, রাজেন্দ্র কেরানী বাড়ির পূজামণ্ডপ, ঘাগুটিয়া ইউনিয়নের ফতেরকান্দি মধ্যপাড়া ভক্তসাহার বাড়ীর পূজামণ্ডপ, দৌলতপুর গোলক রায়ের বাড়ী পূজামণ্ডপ, রামকৃষ্ণপুর তালিমনগর অনিল চন্দ্র রায়ের বাড়ীর পূজামণ্ডপ ও বৈকুন্ঠ রায়ের বাড়ীর পূজামণ্ডপসহ ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

মন্ডপ পরিদর্শনকালে তিনি মন্ডপগুলোর পরিচালনা কমিটির সদস্য, পুরোহিত ও মন্ডপ পাহারায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন স্ব স্ব মন্ডপের পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, হোমনা উপজেলা বিএনপির কার্যনিবাহী সদস্য মহসিন বেপারী, হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ, পৌর বিএনপি নেতা রিপন, জহির, তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মো: হানিফ, ভাষানিয়া ইউনিয়নের বিএনপি শফিকুল ইসলাম, কামাল মেম্বার, শাহজাহান মেম্বার, আব্দুল জলিল সরকার, জুয়েল খান ও ওয়াসিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শন কালে এপিএস মতিন খান বলেন,
বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে প্রত্যেক ধর্মের মানুষের বাঁচার ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ জীবন দিয়েছে। ঐসময় কোন হিন্দু মুসলিম ভাগাভাগি ছিলো না। তাই সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। আপনারা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করবেন। প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার স্বার্থে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তারা আপনাদের নিরাপত্তায় সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। কেউ যদি কোন প্রকার অরাজকতা ও প্রতিবন্ধতা সৃষ্টি করার পায়তারা করে তাহলে সাথে সাথে তাকে ধরে আমাদেরকে খবর দিবেন আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে তুলে দেবেন। এছাড়াও তিনি শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম