মঙ্গলবার বিকালে বাঁশখালী উপজেলার বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদল, সরকারি আলাওল কলেজ ছাত্রদল, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদল ও মাস্টার নজির আহমদ কলেজ ছাত্রদলের প্রতিনিধি সাথে দিকনির্দেশনা মূলক সাংগঠনিক সভা একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। উপজেলার চেচুরিয়া এস.কে. বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আবদুস সবুর এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ তৈয়ব ও মারুফ।
সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ভিত্তিক উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাকে বাস্তবায়নের লক্ষে ছাত্রদল দুর্বার গতিতে এগিয়ে চলছে। দেশের ক্রান্তিলগ্নে ছাত্রজনতা সবসময় সম্মুখভাগে নেতৃত্বের ভার গ্রহন করে। তারই ধারাবাহিকতায় গেল ৫ আগস্ট
অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে এ দেশের ছাত্র-জনতা। ফ্যাসিবাদমুক্ত দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি গণতান্ত্রিক দেশ গড়তে কাজ করার পাশাপাশি পতিত স্বৈরাচার যাতে ফেরত না আসতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে। ছাত্রদল ক্যাম্পাসে সহবাস্থানের রাজনীতি নিশ্চিত করতে চায়। তবে কোন আওয়ামী দোসররা যেন গোলাপানিতে মাছ শিকার করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।
এসময় আরো বক্তব্য রাখেন, সরকারি আলাওল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তারেকুল ইসলাম, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস খান বুলবুল, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহেদ হাসান তারেক, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সায়েদ মাতাব্বর, সরকারি আলাওল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরমান সিকদার প্রমূখ।