নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) কুমিল্লার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) জেলা কার্যালয়ে শাখা পরিষদ নির্বাচন ২০২৪-২৭ ফলাফল ঘোষণা করা হয়। এফপিএবি কুমিল্লা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মল্লিকা বিশ্বাস, কোষাধ্যক্ষ ওমর ফারুক চৌধুরী সুমন। পদাধিকার বলে জেলা কর্মকর্তা পংকজ চাকমা। এছাড়াও ৯জনকে সদস্য পদে নাম ঘোষণা করা হয়।
রবিবার এফপিএবি জেলা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা গোমতী হাসপাতালের পরিচালক ও সিইও ডা. মো. মুজিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন এফপিএবি কুমিল্লা শাখার জীবন সদস্য ও
কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশন ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।
উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন চাষী, সদস্য সচিব পংকজ চাকমাসহ এফপিএবি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ।
নব নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল
বলেন, আমরা কুমিল্লা জেলা কার্যালয়ের জন্য স্থায়ী জমির ব্যবস্থা করবো। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করবো। এটি ৭০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১৯৫৩ সালের ২ মার্চ এটি যাত্রা শুরু করে।
এ প্রতিষ্ঠানের এম্বুলেন্স করবো। কম খরচে সকল শ্রেণি পেশার মানুষ এফপিএবি সেবা পাবেন।