1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টাকার বিনিময়ে নিষ্ক্রিয় ও অনুপ্রবেশ কারীদের দিয়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

টাকার বিনিময়ে নিষ্ক্রিয় ও অনুপ্রবেশ কারীদের দিয়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় টাকার বিনিময়ে নিষ্ক্রিয় ও অনুপ্রবেশ কারীদের দিয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এবং কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ.এম তারেক মুন্সির বিরুদ্ধে। টাকার বিনিময়ে সদ্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং যে কোনো সময় এই দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

খোজ নিয়ে জানা যায়, সদ্য ঘোষিত কমিটিতে  বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান  এ্যাড. আজিজুর রহমান মোল্লা এবং পৌর বিএনপি সদস্য সচিব সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে কমিটি থেকে বাদ দিয়ে আকস্মিকভাবে অচেনা মুখ ও অনুপ্রবেশকারীদের দিয়ে
সদ্য ঘোষিত কমিটি গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবং (২৬অক্টোবর) উপজেলা বিএনপির  অস্থায়ী কার্যালয়ে  বিএনপির আহ্বায়ক জহিরুল হক জহরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহ আলমের উপস্থাপনায় সদ্য ঘোষিত কমিটি বিলুপ্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

হোমনা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হোমনাতে মরহুম এম কে আনোয়ারের হাতে গড়া বিএনপিকে বিভক্ত করতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিগত ১৭ বছর যারা হোমনা বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয়, অচেনা মুখ ও অনুপ্রবেশকারীদের দিয়ে আকস্মিকভাবে একটি বিতর্কিত কমিটি দিয়েছে। তারা আরও বলেন, পূর্বের কমিটি বহাল রেখে সদ্য ঘোষিত এই বিতর্কিত কমিটি অবিলম্বে বিলুপ্তি ঘোষনা করা না হলে, যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার আশংকা রয়েছে।

হোমনা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা বলেন, দুঃখের বিষয় হলো (২৪অক্টোবর) আমাদের সাথে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া, জেলার আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি মরহুম এম কে আনোয়ার স্যারের সপ্তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান করে গিয়ে (২৫ অক্টোবর) রাতে আকস্মিকভাবে আমাদের মতো ত্যাগীদের বাদ দিয়ে এবং মরহুম এম কে আনোয়ারের হাতে গড়া হোমনার বিএনপি বিভক্ত করার হীন উদ্দেশ্যে টাকার বিনিময়ে অনুপ্রবেশকারী ও সতেরো বছর যারা বিএনপির রাজনীতিতে যারা নিষ্ক্রিয় ছিল তাদেরকে দিয়ে দুটি পরিবার কেন্দ্রিক বিতর্কিত কমিটি দিয়েছে। যা হোমনা বিএনপি ও পৌর বিএনপি মেনে নিতে পারছেনা। তিনি আরও বলেন, অধ্যক্ষ সেলিম ভূইয়াকে আমরা কোনোদিন হোমনা ও মেঘনার বিএনপির রাজনীতিতে দেখি নাই। হঠাৎ করে বিভাগীয় দায়িত্ব পেয়ে মেঘনা বিএনপি খন্ড খন্ড করেছে এখন হোমনার বিএনপিকেও খন্ড খন্ড করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অবিলম্বে সদ্য ঘোষিত বিতর্কিত কমিটি বিলুপ্তি ঘোষণা করাসহ জেলার আহ্বায়ক দুর্নীতিবাজ আক্তারুজ্জামান সরকারকে অপসারণ করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।

হোমনা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর বলেন, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে যারা সতেরো বছর ধরে নির্যাতিত নিপীড়ত তাদেরকে মূল্যায়ন না করে নিস্ক্রিয়, অচেনা মুখ ও আওয়ামী ঘরোয়ানা লোকদের দিয়ে একটি বিতর্কিত কমিটি দিয়েছে, যা হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারছেনা। আমরা চাই অনতিবিলম্বে এই বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা, যদি না করে তাহলে হোমনার মাটিতে এই বিতর্কিত কমিটিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার অধ্যক্ষ সেলিম ভূইয়া, আক্তারুজ্জামান সরকার ও তারেক মুন্সিকেই নিতে হবে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের উপরেও নেতা আছে আমরা উপরের নির্দেশিত হয়েই কমিটি অনুমোদন দিয়েছি। আমরা কোন টাকা-পয়সার বিনিময়ে কমিটি দেই নাই। যদি এমন অভিযোগ উঠে তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, কে কতো টাকা দিয়েছে এবং কাকে দিয়েছে তার প্রমান দিতে।

অপরদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়াকে ফোন করা হলে সংযোগ না পাওয়ায় এবং রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য (২৫ অক্টৈবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সীর স্বাক্ষরিত হোমনা উপজেলা বিএনপি মোহাম্মদ মহিউদ্দিনকে আহ্বায়ক, মোজাম্মেল হক মুকুলকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও পৌর বিএনপির সানাউল্লাহ সরকারকে আহ্বায়ক ও নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কমিটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম