” বিবৃতি”
১. হিন্দুদের ধর্ম গ্রন্থ মহাভারত ও ঋগ্বেদে বাঙ্গালি জাতির বিকৃত ইতিহাস রয়েছে, যা ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক বিচারে গ্রহণযোগ্য নয়।
২. মহাভারতে এক অন্ধ ঋষির ধর্ষণের ঘটনায় জারজ সন্তান হিসেবে বাঙ্গালি জাতির জন্মের এক বিকৃত ও জঘন্য ইতিহাস লিপিবদ্ধ রয়েছে।
৩. ঋগ্বেদের অন্তর্গত ‘ঐতরেয় অরণ্যক’ অধ্যায়ে বাঙ্গালি জাতিকে কুৎসিত কদাকার জাতি হিসেবে চিত্রিত করা হয়েছে।
৪. ঋগ্বেদ বাঙ্গালিকে পিচাশ, ইতর,দাস, দস্যু, রাক্ষস, অসুর, ম্লেচ্ছ হিসেবে আখ্যায়িত করে বাংলাভাষাকে পক্ষীর ভাষারূপে প্রতিপন্ন করা হয়েছে।
৫. ধর্মীয় গ্রন্থ যখন একটি জাতিকে নগ্নভাবে আক্রমণ করে, ইতিহাস বিকৃত করে, জারজ জাতি আর পিচাশের ভাষায় নিয়ে যায়, তখন সেটি আর অনুকরণীয় গ্রন্থ থাকে-না, আর এমন কটাক্ষ তা সহ্য করা কোন বাঙ্গালির পক্ষে সম্ভব নয়। বাঙ্গালি হিন্দুরাও তা মেনে নিতে পারেন-না।
৬. এমতাবস্থায় উক্ত মহাগ্রন্থ দুটির সংশ্লিষ্টাংশ সংশোধনের মাধ্যমে বাঙ্গালির মান-মর্যাদা সমুন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
অধ্যাপক এম এ বার্ণিক
সভাপতি,
জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন