ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮শে অক্টোবর ঘটে যাওয়া ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা শাখার উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম এর সভাপতিত্বে আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাক্তার জসিম উদ্দিন, শ্রীপুর পৌর আমির মাওলানা জাহাঙ্গীর কবির, পৌর সেক্রেটারি ডাক্তার আনিসুজ্জামান, উপজেলা আইন সম্পাদক এডভোকেট রাজী বিল্লাহ, শ্রীপুর উপজেলা অফিস ও প্রচার সেক্রেটারি আফজাল হোসেন খান, বরমী ইউনিয়নের আমির মাওলানা আমিনুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন সভাপতি জুবায়ের সরকার, গাজীপুর জেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক ওসামা বিন হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ড.জাহাঙ্গীর আলম বলেন, আমরা হানাহানি মারামারি চাই না,জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ইসলামী দল। আমরা দেশের জন্য রাজনীতি করি,ব্যক্তি বা দলের জন্য নয়। আমরা চাই একটি শান্তিপূর্ণ,বিশৃঙ্খলা মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ।
ড.জাহাঙ্গীর আলম বলেন,রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ। ঠিক ১৮বছর আগে ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাস চালানো হয়েছিল। সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ এদিনই সংগঠিত হয়েছিল।
তিনি আরো বলেন,আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সেদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা চালিয়েছে ইতিহাসে তা নজিরবিহীন। লগি, বৈঠা, লাঠি, পিস্তল ও বোমা হামলা চালিয়ে যেভাবে মানুষ খুন করা হয়েছে তা মনে হলে আজও শিউরে ওঠে সভ্য সমাজের মানুষ। সাপের মতো পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য উল্লাস করার মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দিয়েছে।
সভাপতির বক্তব্যে মাওলানা নুরুল ইসলাম বলেন,২৮ অক্টোবরের পথ ধরেই আওয়ামী লীগ দেশে যে সন্ত্রাসী রাজনীতি শুরু করেছিল তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। তখন থেকে দেশকে রাজনীতিশূন্য করার প্রক্রিয়াও শুরু হয়। তারই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়।