মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো: হাছানুল কাইয়ুম নামে চেক প্রতারণা মামলায় এক বছরের দন্ডপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। আটককৃত হাছানুল কাইয়ুম উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামের মো: আব্দুর রশিদের ছেলে। রবিবার (০৩ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।
থানা সূত্রে জানা গেছে, আটককৃত হাছানুল কাইয়ুম এর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতের একটি চেক প্রতারণার মামলায় ১ বছরের সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান এর নির্দেশে থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী, মো: আব্দুল মতিন, মোহাম্মদ বশির আহমেদ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত অনুমান সাড়ে দশটায় উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামে আসামীর বসত বাড়িতে অভিযান চালিয়ে মো: হাছানুল কাইয়ুমকে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী বলেন, ‘সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বাতিসা ইউনিয়নের পাড়াগ্রাম থেকে ১ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী হাছানকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’