সংবাদ দাতাঃ
কক্সবাজারের সদর চৌফলদন্ডীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে এক শ্রমিককে অপহরণের ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার চৌফলদন্ডী মাঝের পাড়া এলাকা বড় পুকুরের পাশে ধান ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভিকটিম মো:ইউসুফ(৪০) অত্র এলাকা মোঃ গুরা মিয়ার ছেলে বলে জানা যায়। উক্ত ইউনিয়ন কামার পাড়া সাবেক এমপি কাজিন ফাতেমার বাড়ির সামনে হতে সন্ধ্যা ৫ টায় বাড়ি ফিরার পথে অপহরণ করা হয়। পরে রাত ১ টা ৪৫ মিনিটের সময় তাকে উদ্ধার করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার মডেল থানার এস আই রাশেদ পারভেজ ছায়িম তিনি বলেন, রিপা মিণি নামে রিপা মণী নামে একজন মহিলা জরুরি সেবা নম্বর ৯৯৯ করে বলেন তার ভাই কে অপহরণ করা হয়েছে। এই সংবাদ পেয়ে টল পুলিশ ঘটনা স্থলে যায় এমন সময়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ধান ক্ষেত থেকে অক্ষত অবস্থায় ইউসুফ নামে একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। অপহরণকৃত ইউসুফ বলেন আমার বাবা গুরা মিয়া জমিন বিক্রি করছে। এই বিষয়ে আমি কিছু জানিনা। জমিন দখলে দেওয়ার জন্য সন্ধার সময় আমাকে একদল সন্ত্রাসী তুলে নিয়ে মারধর করতে থাকে। এই রিপোর্ট লিখা পর্যন্ত রোগী কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা অবস্থায় আছে।