এইচ.এম.বাবলু:
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ নভেম্বর মঙ্গলবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি. ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ ও পল্লবী থানা পুলিশের সমন্বয়ে মিরপুরের পল্লবী থানার আওতাধীন বাউনিযাবাধ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে যৌথবাহিনী কর্তৃক ১০২ বোতল দেশীয় মদ, ২১৩ টি খালি মদের বোতল, ১১ টি মোবাইল ফোন, ২৪ টি ছুরি ও চাপাতি, আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা ও ইযাবা বিক্রয় ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ৪ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী এবং ৩ জন মাদক সেবনকারীদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটকৃতদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনী কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী সূত্রে।