1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুপ্রকের শিক্ষাসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় আইনজীবী ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ক্লিন-আপ সোনারগাঁ গড়ার শপথ নিলেন তরুণ স্বেচ্ছাসেবীরা আইনজীবী সাইফুল হত্যারও উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে নবীগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ   কর্ণফুলীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা নবীনগরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুপ্রকের শিক্ষাসামগ্রী বিতরণ প্রেস ক্লাবের সামনে সাইবার ইউজার দলের বিশাল মানব বন্ধন ও ৩১ দফার লিফলেট প্রচার নবীনগরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুপ্রকের শিক্ষাসামগ্রী বিতরণ শেরপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা ফাদার’স এইড বাংলাদেশ জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪- বৃত্তি পরীক্ষার প্রথম পর্বের ফলাফল ঘোষণা

নবীনগরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুপ্রকের শিক্ষাসামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১ বার

ইব্রাহীম খলিল:

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তায় এর সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উদ্যাগে দ্বিতীয় দিনে নবীনগর উপজেলার পৌরএলাকার মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয় ও লাপাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার। মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান চৌধুরী ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন স্ব স্ব বিদ্যালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অত্র দুইটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাছাইকৃত গরীব ও মেধাবী ৯৮ জন শিক্ষার্থীর মাঝে দুর্নীতি প্রতিরোধমূলক বিভিন্ন শ্লোগান লেখা সম্বলিত স্কুল ব্যাগ, স্কেল, টিফিন বক্স, খাতা, ছাতা, কলমদানিসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মোহাম্মদ হোসেন শান্তি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রেরণামূল গান গেয়ে কবিতা আবৃত্তি করে ও স্লোগানে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলেন।

বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষক আমেনা বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, সহকারী প্রধান শিক্ষক আবদুল আওয়াল, সহকারী শিক্ষক তিলক আহমেদ, মাইন উদ্দিন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সভাপতি ,খলেদা আক্তার, সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ জয়, লাপাং উচ্চ বিদ্যালয় সততা সংঘের সভাপতি সামিয়া আক্তার,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমূখ। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম