মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির লাশ ১২০ দিন পর ০২ডিসেম্বর সোমবার কবর থেকে উত্তোলন করা হয়েছে!
মাগুরায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত রাব্বির (৩৫) লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদরের বন্যতৈল কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
সকালে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয় । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (৪ অগাস্ট) মাগুরা শহরের পারনান্দুয়ালী বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মেহেদী হাসান রাব্বি নিহত হয়।
লাশ উত্তোলনের সময় ছিলেন, মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী এবং
মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০২/১২/২০২৪ ইং