সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিরাজদিখান উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মঞ্জুর হোসেন সেন্টুর মা মমতাজ বেগম(৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার রাতে ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মমতাজ বেগম মৃত্যুকালে ১মেয়ে ৪ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার জোহরের নামাজের পর কেয়াইন ঈদগা মাঠে জানাজা শেষে তার দাফন করা হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মমিন আলী ভাই, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস ধীরণ, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন ভাই, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা ভাই, সাবেক সদস্য সচিব আলহাজ্ব আলী আনসার মোল্লা ভাই, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন ভাই, রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোস্তাক আহমেদ শ্যামল, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দেলোয়ার হোসেন ভুইয়া , বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ মান্নান , ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপুসহ এলাকাবাসী।
মোঃ হামিদুল ইসলাম লিংকন