বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রামে গরীব কৃষকের ধান কেটে বাড়ীতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ছাত্রলীগের একটি টিম পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা মৌজায় কৃষক নয়ন মিয়ার ১৮ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী নাদিম ভূঁইয়া, চৌদ্দগ্রাম সরকারি কলেজের দ্বীন ইসলাম রাজু,
চৌদ্দগ্রাম পৌরসভার রিয়াদ হোসেন, হাসিব চৌধুরী, মাহবুব চৌধুরী রাহিম, হৃদয় চৌধুরী, রাহিম খান, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আব্দুল্লাহ আল মনসুর, তেজগাঁও কলেজের শাওন খান রিয়াদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবু নাসার মোল্লা, ঢাকা কলেজের পিয়াস মজুমদার, বাতিসা ইউনিয়নের মোঃ জাহিদ, জামাল মজুমদার। করোনা মহামারীতে শ্রমিক সঙ্কটের সময় কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দেয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন কৃষক নয়ন মিয়া।