মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপি নেতা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল এর উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যাদূর্গত জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিন শতাধিক অসহায় ও দুস্থ রোগির মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো: মাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো: গোলাম কাদের চৌধুরী নোবেল। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগি দেখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো: হাসান মাহমুদ পাটোয়ারী, ডা. জাবেদ হোসেন তাজবী সহ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কয়েকজন চিকিৎসক।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গাজী মো: কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন মজুমদার ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা মো: জহিরুল কাইয়ুম জহির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, জেলা কৃষকদল নেতা হাসান শাহরিয়ার খাঁন, উপজেলা বিএনপি নেতা খোরশেদ কবির শিপন, জিয়াউর রহমান জিয়া, মো: মফিজুর রহমান মোল্লা, আনোয়ার হোসেন পিন্টু মেম্বার, মো: মীর হোসেন, আব্দুর রশিদ চৌধুরী, মো: ফারুক মজুমদার, মো: বাচ্চু মিয়া, ছাত্রদল নেতা মো: ইমরান হোসেন, মো: ইমন প্রমুখ।