1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান ইউএনও ছাত্র-জনতা আন্দোলনে আ. লীগের পক্ষে কাজ করেছে ঃ প্রাক্তন ছাত্র পরিষদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি জানুয়ারীতে ড্যান গ্রেডিং সার্টিফিকেট প্রদান করবেন ওস্তাদ জাহাঙ্গীর আলম সংঘাতময় পরিস্থিতিতে আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করার জন্য অধ্যাপক এম এ বার্ণিকের আহ্বান” মাগুরায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৫  ১৩ পদে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত নকলায় মহান বিজয় দিবস পালিতনকলায় মহান বিজয় দিবস পালিত

রাউজান ইউএনও ছাত্র-জনতা আন্দোলনে আ. লীগের পক্ষে কাজ করেছে ঃ প্রাক্তন ছাত্র পরিষদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ বার

রাউজান প্রতিনিধিঃ

রাউজান কলেজ মাঠে বিজয় মেলা উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে রাউজান বিশ^বিদ্যায় কলেজ প্রাক্তন ছাত্র পরিষদ। গতকাল ৭ ডিসেম্বর শনিবার বিকালে রাউজান বিশ^বিদ্যাল কলেজ মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক সাইদ বিন আমান রানা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ‘নতুন বাংলাদেশে’ এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের এই ডিসেম্বরেই বাঙালির নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। তিনি বলেন, রাউজান কলেজ মাঠে বিজয় মেলাকে নিয়ে একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় এবং অনালাইন মিডিয়ায় বিজয় মেলা নিয়ে বিরোধে, বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার সংবাদ পরিবেশিত হয়। যা মিথ্যা, ভিত্তিহীন। আমি রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে এই মিথ্যা, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শুক্রবার রাউজানে বিজয় মেলাকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা সংঘঠিত হয়নি। মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে পণ্ড ও অসৎ উদ্দেশ্যে রাজনৈতিককরণ করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো রাজনৈতিক দলের নয়। আমরা রাউজান কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছি। গত ১৯ শে নভেম্বর রাউজান সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ শর্ত সাপেক্ষ বিজয় মেলার মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছেন। এরপর গত ২৫ নভেম্বর জেলা প্রশাসকের নিকট বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রার্থনা করে আবেদন করি। পরে গত ২ ডিসেম্বর চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট  এর কার্যালয়  (জে.এম) শাখা থেকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক স্বাক্ষরিত একটি স্মরকের মাধ্যমে একমাস ব্যাপী অর্থাৎ পহেলা ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাউজান সরকারি কলেজ মাঠে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে মতামতসহ প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ সুপার ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করেন। সুতারাং বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নেই। আমরা প্রাক্তন ছাত্র পরিষদ ও বিজয় মেলা উদযাপন কমিটি এই বিজয় মেলার প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রত্যাশা ছিল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল শহীদদের স্মরণে অনুষ্ঠানমালা সাজানোর মাধ্যমে ১৯৭১ সালের সেই স্বাধীনতা যুদ্ধকে ফুটিয়ে তোলা। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আওয়ামীলীগের দোষর। বিগত ছাত্র-জনতা আন্দোলনে সরাসরি আওয়ামীলীগের পক্ষ হয়ে কাজ করেছেন। তিনি বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড করার জন্য তিনি ভূমিকা রাখছেন বলে আমাদের কাছে তথ্য আছে। মেলার অনুমতি না দিলে তাঁকে অপসারণ দাবিতে কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবো। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা সৈয়দ মনজুর হক, সদস্য সৈয়দ তৌহিদুল ইসলাম, রাসেল খান, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মো: শাহাদাত হোসেন মির্জা, সদস্য মো হাসান বাহাদুর, মাসুদ পারভেজ রুবেল, মো: সাইফুল হোসাইন সায়েম, মিজান উদ্দিন চৌধুরী রিপন, পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, লিমন চৌধুরী বাপ্পা, সৈয়দ তৌহিদুল আলম, আরিফুল ইসলাম, সৈয়দ ফয়সাল রনি, মোহাম্মদ পিংকু, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, মোঃ  রিদুয়ানুর হক, শাকিল হেসেন তালুকদার, টিপু দে, মো আসাদ, মোরশেদুল ইসলাম রনি, মোঃ আজম, মো: রিয়াজ, কে এম ফাহাদ, মো: নিজাম উদ্দিন, মো: রহিম, মো: রনি, কামরুল ইসলাম , জসিম উদ্দিন, মোঃ আলিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম