মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সাইমুল ইসলাম আখন্দ ও সদস্য মো. মফিজুল ইসলাম বশিরের স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক ও মো. আবুল কাশেমকে সদস্য সচিব করা হয়। আগামী ৩ মাসের মধ্যে অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য তাদের দায়িত্ব দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল মিয়া, যুগ্ম আহ্বায়ক এলেম ফকির, মো. ইব্রাহিম, মো. নুরুল হক, ফিরোজ মিয়া, মো. আলাউদ্দিন, মো. কামাল মোল্লা, মো. গিয়াস উদ্দিন, মো. অপু মিয়া, মো. আলাউদ্দিন প্রধান, মো. আবুল ফজল, সদস্য মো: নাসির মিয়া, মো: ফারুক মিয়া, ফয়সাল ফরাজী, জামাল মিয়া, রেনু মিয়া, শিপন মিয়া, কিবরিয়া, আকতার শিকদার, আলী আশরাফ, সুজন বেপারী, রুবেল মোল্লা, মেহেদী হাসান, মাহবুব, মিজান মিয়া, নাইমুল ইসলাম, রাসেল মুন্সি ও সম্রাট আকবর।