মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির ও মজলিশে শুরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা তিন ঘটিকায় সংগঠনটির উপজেলা কার্যালয়ে এ নির্বাচন ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলার রুকনদের ভোটে মাওলানা মো. কবির হোসাইন উপজেলা আমির এবং মজলিশে শুরার ভোটে মাওলানা মাসুদুর রহমান উপজেলা সেক্রেটারি নির্বাচিত হন। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার আমীর অ্যাডভোকেট মো. নাজমুল হোসাইন। নির্বাচনের দায়িত্বে ছিলেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম আল কায়সারী।
উক্ত নির্বাচনে উপজেলার সমস্ত রুকনের ভোটে উপজেলা আমীর এবং মজলিশে শুরাগণ নির্বাচিত হন। মজলিশে শুরা হিসেবে নির্বাচিত ৪জন হলেন, মাওলানা মাসুদুর রহমান, হাফেজ তবারাক উল্লাহ, মৌলভী আব্দুল বাসেত ও মাওলানা আবু নোমান রাসেল। পরবর্তীতে মজলিশে শুরার পরামর্শক্রমে উপজেলা আমির ৬ জন রুকনকে কর্মপরিষদ সদস্য করে মোট ১১ সদস্যের কর্মপরিষদ ঘোষণা করেন। উক্ত ৬জন কর্মপরিষদ সদস্য হলেন, মো. মিজানুর রহমান (বিএসসি), মাসুদ করিম হাওলাদার, নাসির উদ্দিন মাদবর, মহিব্বুল্লাহ ইবনে সিনহা, মোশাররফ হাওলাদার, ইসাক ইবনে আঃ খালেক। উক্ত কর্মপরিষদ আগামি এক বছরের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গাবালী উপজেলা শাখার সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
##….