মোঃ সাইফুল্লাহ;
মাগুরায় ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস উপলক্ষে মাগুরা প্রেসক্লাব শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি পালন করেছে। দুপুরে প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্যর্্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোড হয়ে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক মোঃ অলিয়ার রহমান।
সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়কে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় বলে জানা গেছে ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৮/১২/২০২৪ ইং