মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের পরিচালনা পরিষদকে সংবর্ধনা ও মিড-ডে মিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে অত্র প্রতিষ্ঠানের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে স্কুলটির প্রতিষ্ঠাতা লায়ন মো: জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ও অত্র প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মো: মনোয়ার হোসেন।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক মো: জহিরুল ইসলাম পাশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের বিদ্যুৎসাহী মো: শহিদুল্লাহ মোল্লা ও মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক আব্দুল হাই মোল্লা। এসময় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের ব্যাবস্থাপনা কমিটির সদস্য মো: মনির হোসেন, বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুল মোতালেব, পাংঙ্গাশিয়া গ্রামের সমাজ সেবক মো: দিন ইসলাম, মো: মোমেন মিয়া, মো: জলফু মিয়া, মো: হেলাল বেপারী, মাছিমপুর বাজারের ব্যাবসায়ী মো: সফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রবিউল আওয়াল রবি, ও সহকারী প্রধান শিক্ষক মহসিনসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। পরে শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল দেওয়া হয়।