চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও চক্ষু বিভাগের দায়িত্বরত পিজিশিয়ান মোসা: শারমিন আক্তার দীর্ঘদিন যাবৎ সেবা নিতে আসা চক্ষু রোগিদের নানাভাবে হয়রানি করে আসছেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম বাজারের কয়েকজন চশমা ব্যবসায়ী ও ভুক্তভোগি একজন রোগি কর্তৃক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেওয়ার পরও টনক নড়েনি উর্ধ্বতন কর্তৃপক্ষের। প্রতিকার চেয়ে ভুক্তভোগিরা উপজেলায় কর্মরত সাংবাদিকদের ধারে ধারে ঘুরছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে শীঘ্রই তারা সিভিল সার্জন কার্যালয়ে যাবেন বলে জানা গেছে।
ভুক্তভোগি সূত্রে ও রোববার (১৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে জানা গেছে, খোলার দিনে প্রায় প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগি চক্ষু চিকিৎসা সেবা নিতে আসেন। এদের অনেকেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ও হতদরিদ্র পরিবারের। স্বাস্থ্য কমপ্লেক্সের চক্ষু বিভাগের ফিজিশিয়ান মোসা: শারমিন আক্তার সেবা প্রত্যাশী রোগিদের চিকিৎসাপত্র দেওয়ার সময় তার স্বামী মো: শরীফ হোসেন সুমন এর চৌদ্দগ্রাম বাজারস্থ ‘রুহি অপটিকস’ থেকে চশমা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। রোগিদের সাথে কথা বলে জানা গেছে, এটা তার রুটিন কাজ। সেখান থেকে চশমা ক্রয় না করলে হাসপাতাল থেকে রোগিদের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের ঔষধ দিবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। তার এমন হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগি অনেক রোগিই হাসপাতাল কর্তৃপক্ষ সহ বিভিন্ন স্থানে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। একাধিক লিখিত অভিযোগ প্রাপ্তির পরও উপজেলা স্বাস্থ্য প্রশাসন এ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় ভুক্তভোগিদের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে ভুক্তভোগি রোগি ও তাদের স্বজনরা সংঘবদ্ধভাবে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ নিয়ে যাবেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত চক্ষু পিজিশিয়ান মোসা: শারমিন আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এমন কিছুই করিনি। আমার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে কেউ কেউ ষড়যন্ত্র করছে।’
এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: রশিদ আহমেদ বলেন, ‘ভুক্তভোগি কর্তৃক লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন ও অভিযুক্ত চিকিৎসককে নোটিশ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’