1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয় নাগরিক কমিটি চকরিয়ায় মতবিনিময়কালে সুজা উদ্দিন : - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন  মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান 

মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয় নাগরিক কমিটি চকরিয়ায় মতবিনিময়কালে সুজা উদ্দিন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১১ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া:

চট্টগ্রাম রাইজিংয়ের অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম বিভাগের ব্যানারে চকরিয়ায় এক মতবিনিময় সভা উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জুলাই বিপ্লবে নিহত শহিদ ওয়াসিমের পিতা শফি আলমের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি খাইরুল ইসলাম ইমরুলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মেজবাহ উদ্দিন।
এরপরপরই জুলাই নিহত সকল শহীদের স্মরণে ও সম্মানে ১মিনিট উপস্থিত সকলে দাঁড়িয়ে নিরবতা কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস.এম সুজা উদ্দিন। তিনি বলেন, “মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করাই বে অব বেঙ্গল বেসিনে জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক লক্ষ্য। প্রতিটি শ্রমিক, কৃষক, মজুর যেনো স্বীয় পরিচয়ে তার মৌলিক অধিকার পায়। জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যারা আসবেন তারা যিনি ১নাম্বারে থাকা ব্যক্তি যেমন; ১০০নাম্বারে থাকা ব্যক্তির মর্যাদাও তেমন। এখানে কোনো বৈষম্য রাখতে চাই না। ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের মর্যাদাকে সমুন্নত রাখতে সংবিধানের পরিবর্তন চায়। এটাই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি”। সবমিলিয়ে অধিকার প্রতিষ্ঠায় পরিবর্তনের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে কাজ করতে চায় জাতীয় নাগরিক কমিটি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জানাকের কক্সবাজার সদর প্রতিনিধি সদস্য শহিদ আহসান হাবিবের মা হাসিনা বেগম। তিনি- খুনীদের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকারের প্রতি জোর আহবান জানান।
সভায় অন্যান্য বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন জানাকের কক্সবাজারের সংগঠক মুহাম্মদ ওমর ফারুক ও জেলা সংগঠক খালিদ বিন সাঈদ।
এছাড়া বক্তব্য রাখেন সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান, শামশুল আলম সাঈদী, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, বোরহান উদ্দীন, জেসমিন জান্নাত, আবদুল্লাহ আল ফাহিম, মুহাম্মদ রায়হান (শহিদ আহসান হাবিবের ভাই), ফখরুল ইসলাম আশিক, মুজাহিদুল ইসলাম, সাইফ উদ্দিন সোহাগ প্রমুখ। এসময় চকরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাহাত্তরের কর্তৃত্ববাদী শাসন কাঠামো বাতিল না করে কোন সংস্কারই টেকসই হবে না। তাই মা, মাটি ও মানুষের মুক্তির কথা বলতে জাতীয় নাগরিক কমিটি দেশজুড়ে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম