মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার হিড়িক পড়েছে। এছাড়াও অবৈধভাবে বিভিন্ন ফসলি জমি থেকে বালু উত্তোলন করে চলেছে বালু কারবারিরা।
এর ফলে পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। এসব রোধে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিযান চালিয়েছে। সোমবার বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে।
অভিজানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মো: তৌহিদুল ইসলাম বারি জানান, স্থানীয়ভাবে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে ০২ টি ভেকু দেখতে পান এবং মাটি উত্তোলনের আলামত পায়। তবে ঘটনাস্থলে কোন ব্যক্তিকে পাওয়া যায়নি। তাতক্ষণিকভাবে ভেকু ০২ টি অচল করে দেওয়া হয়েছে।
জনস্বার্থে মোবাইল কোর্টের এরূপ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধভাবে মাটি উত্তোলনের ব্যাপারে কিছু দৃষ্টিগোচর হলেই উপজেলা প্রশাসন কে অবহিত করার জন্য উপস্থিত এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছে।
মোঃ হামিদুল ইসলাম লিংকন
তারিখঃ ০৬-০১-২০২৫ইং