স্টাফ রিপোর্টার:
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশনের জরুরী সভা অনুষ্ঠিত।
শনিবার (১১ জানুয়ারী) বিকেলে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে আল ইসলাম ট্রাস্ট অফিস কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন গংগাচড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আসাদুল হকের সভাপতিিত্বে ও আদর্শ শিক্ষক ফেডারেশন গঙ্গাচড়া উপজেলা শাখা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মুহাঃ রোকনউজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন রংপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক তাজ উদ্দিন আহমেদ। কলেজ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক আহসান হাবিব, কারিগরি শিক্ষক পরিষদ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সহ সেক্রেটারি মাওলানা মোকাররম হোসাইন ও মাওলানা ইউনুস আলী, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী ও সেক্রেটারি ওবায়দুল্লাহ, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি মাওলানা শাহিনুর রহমান, সহ সেক্রেটারি মাওলানা আলীফ উদ্দিন, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম, সহ সেক্রেটারি মিজানুর রহমান খোকন, কিন্ডার গার্ডেন শিক্ষক পরিষদের সেক্রেটার মাওলানা মোঃ আবুল হোসাইন প্রমুখ।
এসময় সকলের পরামর্শক্রমে উপজেলার সকল আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশনকে গতিশীল করতে গঙ্গাচড়া উপজেলা শাখার সাতটি আদর্শ শিক্ষক পরিষদ সংগঠনের দ্বি- বার্ষীক সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয় ।