মাহবুবুর রহমান : নোয়াখালী চৌমুহনী আবুল খায়ের এন্ড আদার্স এর উদ্যোগে ১৫০০ পরিবারের মাঝে রমজানের ত্রাণ সামগ্রী বিতরন করে।
শনিবার সকালে চৌমুহনী পূর্ব বাজার নিজদের প্রতিষ্ঠান থেকে চৌমুহনী পৌরসভার উওর হাজিপুর, লক্ষীনারায়ন পুর, রসুল পুরের কিছু অংশ, চৌমুহনী পূর্ববাজার সহ বিভিন্ন স্থানে দুস্থ অসহায় মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আবুল খায়ের এন্ড আদার্স এর পরিচালক মো.তুহিন ও মো. তুষার, চৌমুহনী পুুুুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজান পাঠান সহ অফিসের বিভিন্ন কর্মকর্তাগন।
এ দিকে আবুল খায়ের এন্ড আদার্স এর পরিচালক মো. তুহিন জানান করোনা ভাইরাসের কারনে দেশের এ সংকট মুহূর্তে সাধারণ মানুষের মাঝে এ ধরনের রমজান সামগ্রী দিতে পেরে ভালো লাগছে। একই সাথে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।