মােঃসাইফুল্লাহ ;
মাগুরায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও গীতিকবি আমির হামজার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী তাঁর নিজ বাড়িতে পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার বরিশাট গ্রামে কবির কবরে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কবি আমির হামজা স্মৃতি সংসদের আয়োজনে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিপত্নী মোছাঃ দুলজান বেগম।
কবি আমির হামজা স্মৃতি সংসদের সভাপতি ও কবির পুত্রবধু জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিপুত্র ও যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী এবং জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মোল্লা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির রঞ্জন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্নাসহ আরো অনেকে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/০১/২০২৫ইং