“আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে একটি আদেশই যথেষ্ট “—অধ্যাপক এম এ বার্ণিক
“প্রেসবিজ্ঞপ্তি”
ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫।— জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক এক বিবৃতিতে বলেছেন, দেশের আইন-শৃংখলা পরিস্থিতিতে যে নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে, তা দ্রুত নিয়ন্ত্রণে নিতে হবে। সেজন্যে সারাদেশে নিযুক্ত সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করলেই সুফল পাওয়া যাবে। সশস্ত্র বাহিনীর প্রতি টহল জোরদার করার একটি নির্দেশ দেয়া প্রয়োজন, অথচ সেরকম কোনো নির্দেশ দেয়া হচ্ছে না।
অধ্যাপক বার্ণিক আরও বলেন, “ইন এইড টু সিভিল পাওয়ার” অর্থাৎ সিভিল প্রশাসনকে সহায়তাদানের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সশস্ত্র বাহিনীকে সারাদেশে নাগরিকদের জানমালের নিরাপত্তার জন্য নিযুক্ত করা হয়েছে। সেজন্য রাষ্ট্রের কোষাগার থেকে তাদেরকে বিপুল পরিমাণ ডিএ/টিএ বরাদ্দ দেয়া হচ্ছে, অথচ, সারাদেশে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিতে তারাও যেনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা হতে দেয়া যায় না।
ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রপ্ত সশস্ত্র বাহিনীর ক্যাম্পে সকল নাগরিক যাতে অভিযোগ দায়ের করে, সুবিচার পেতে পারে, তাও নিশ্চিত করতে হবে। অভিযোগ কোথায় কীভাবে দায়ের করতে হবে, সেব্যাপারে গণমাধ্যমে প্রচার দেয়া সরকারের কর্তব্য। তা না-হলে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ায় জনগণের কী লাভ হলো, এই প্রশ্ন এসেই যায়।