আবদুল্লাহ মজুমদারঃ করোনা দুর্যোগের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ৮২ বছরের বয়োজেষ্ঠ্য আলেমে দ্বীন। বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)এর চেয়ারম্যান মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ আজ প্রায় দীর্ঘ ১০ বছর কারাগারে বন্দি রয়েছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। স্বাভাবিকভাবেই এরকম একজন বয়োজেষ্ঠ্য মানুষের একনিষ্ঠভাবে পারিবারিক পরিচর্যার প্রয়োজন সেখানে তিনি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে অসহায় জীবন যাপন করছেন। আজকে বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনা ভাইরাসের জন্য এক নজিরবিহীন মহাসংকটে রয়েছে। পৃথিবীর দেশে দেশে মানুষ তাদের ধর্মীয় নেতাদের মাধ্যমে মহান আল্লাহর কাছে দোয়া মুনাজাতের মাধ্যমে পরিত্রাণ লাভের চেষ্টা করছে।
আমরা আশা করছি সরকার বয়স বিবেচনায় এবং এহেন পরিস্থিতিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে মুক্তি দিয়ে মানুষের হৃদয়ে আরো বেশি জায়গা করে নিবেন ।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন অবিলম্বে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জানান।
বার্তা প্রেরক
মোঃ রফিকুল ইসলাম দুলাল প্রচার সম্পাদক ( বিআরজেএ)