মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শনিবার সকালে মাদরাসাতু আহমাদ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উক্ত মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন মাদরাসাতু আহমাদ এর পরিচালক ও প্রিন্সিপাল হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ ঈসা ও ভাইস প্রিন্সিপাল মোঃ নাহিদুল ইসলাম।
মাদরাসাতু আহমাদ এর প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আহমাদ হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উজিরপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মারকাযুল কারীম সালেমা মাজেদ কওমি মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি সানাউল্লাহ।
দরিবিলা পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলিমুজ্জামানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফয়সাল আলম, বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা গাজী শরিফুল ইসলাম, শ্রীপুর সম্মিলিত হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান ওয়াজেদী, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, জুয়েল রানা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিবরুল ইসলাম, আকরাম হোসেন, খোন্দকার মঞ্জুর কাদের, অভিভাবক মোঃ মনোয়ার হোসেনসহ অন্যরা।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/০২/২০২৫ইং