জুবিলী রোড মার্চেন্টস এসো: দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র জমাদান
নিজস্ব প্রতিবেদকঃ
জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫-২৬ উপলক্ষে আজ রবিবার এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সেলিম-শহীদ-মঞ্জু পরিষদের মনোনয়ন পত্র জমা দেওয়া হয় প্রধান নির্বাচন কমিশনার ও নেতৃবৃন্দের নিকট,
জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫-২৬ এ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল হোসাইন, সাব্বির হোসাইন সায়গির,আরিফ খাঁন।
২৯টি পদের প্রার্থীগন আজ শেষ দিনে মনোনয়ন পত্র জমা দেন।নির্বাচন কমিশনারগন তাদের বক্তব্যে জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরেন এবং প্রার্থীগনের আচরন বিধি মেনে সকল রকম কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানান।
আজকের এই নমিনেশন জমাদানে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যপক উচ্ছাস ও উদ্দীপনা যেন অটুট থাকে সে কামনা করেন।
সেলিম-শহীদ-মঞ্জু পরিষদের পক্ষ হতে নির্বাচন কমিশনারবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার জন্য অনুরোধ জানান।
ক্যাপশনে: জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের দ্বিবার্ষিক ২০২৫-২৬ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদান কার্যক্রম অনুষ্ঠিত।