আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সিগঞ্জ) সংবাদদাতাঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সাড়া দেশে এখনো চলছে অঘোষিত লকডাউন। দূর্যোগের সময়সীমা একমাস পেরিয়ে গেলেও , খেটে খাওয়া মানুষগুলো এখনো রয়েছে ঘরে বন্দী। দীর্ঘদিন যাবৎ কাজ কর্মের অভাবে আয় উপার্জনহীন এসব মানুষের অভাব এখন নিত্য সংগী । তাই অভাবি মানুষ গুলোর এই দুঃসময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন , পাটাভোগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মুন্সীগন্জ জেলা শ্রমিকলীগের সহসভাপতি হসান সেক খোকন ।
তিনি পাটাভোগ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মধ্য থেকে বাছাইকৃত ৩৬০০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করছেন। প্রথম ধাপে ১৮০০ পরিবারকে নগদ ৫০০ টাকা করে দেয়া হয়েছে। দ্বিতীয় পর্বে ১৫০০ পরিবারকে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী।
এরই ধারাবাহিকতায় ২ মে শনিবার তৃতীয় পর্বের বিতরন ছিল পূর্ব কামারখোলা ও উত্তর পাইকসা গ্রামে । বিতরণকৃত উপকরনের মধ্যে ছিল প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি করে চাল। অভাবের এই দুঃসময়ে গরীব দূখীরা নগদ টাকা ও চাল পেয়ে উপকৃত হওয়ার পাশাপাশি ভীষণ খুশী তারা।