মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে একবছরের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৫জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, শ্রীপুর জি-আর ১০০/২৪ নং-মামলায় উপজেলার কচুবাড়িয়া গ্রামের মোঃ আনিচুর রহমান ওরফে মুরাদ (২২), শ্রীপুর সি.আর ৮৪২/২৪ নং মামলায় শাপলগাছা গ্রামের মোছাঃ আম্বিয়া আক্তার চম্পা, শ্রীপুর থানার জি.আর-৭২/২৪ নং মামলায় সাবিনগর গ্রামের মোঃ বিকু বিশ্বাস, শ্রীপুর জি.আর ৪১/২৪ নং মামলায় বরালিদহ গ্রামের মোঃ লিটু আনাম আটক করা হয়েছে।
গতকাল সোমবার তাদের মাগুরা আদালতে সোপর্দ করা হয়েছে।
ড. মুসাফির নজরুল, মাগুরা, ১৭.০২.২৫