1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্দোলনের ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ার মিডিয়ার জন্য চপেটাঘাত : শফিকুল আলম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের পুষ্পস্তবক অর্পণ ২২ ফেব্রুয়ারি গোদাগাড়ীতে আসছেন ধর্ম উপদেষ্টা ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত — ২১ জন নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসায় পিঠাপুলি উৎসব খরচ ছাড়া কাজ করেন না ভূমি কর্মকর্তা লুতফর রহমান মাজার ভেঙ্গে মাদরাসা নির্মাণ: আইনি সহায়তা পাচ্ছেন না অভিযোগ ভক্তদের মাগুরায় হাতেম আলী মিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আইবিডব্লিউএফ ওয়ারী গেন্ডারিয়া সুত্রাপুর জোনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডেকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত মাগুরায় বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০

আন্দোলনের ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ার মিডিয়ার জন্য চপেটাঘাত : শফিকুল আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪ বার

প্রতিনিধি, কুবি

আজকে আমার ভালো লেগেছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় , নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও ডকুমেন্টারি প্রকাশ করেছে । এই আন্দোলনে সবার অংশগ্রহণ আছে। একজন মানবাধিকার কর্মী বলেছে ঢাকার বাইরে কিসের আন্দোলন হয়েছে? এই ডকুমেন্টারিগুলো তার প্রমাণ। আমি দেখেছি আন্দোলনে অনেক মেয়েরা অংশগ্রহণ করেছে, সামনে আসছে। কী অভূতপূর্ব আন্দোলন। সেই অনুযায়ী যদি নব্বইয়ের আন্দোলন দেখেন আপনি খুব কম মেয়ে পাবেন। বাংলাদেশের এই আন্দোলন নিয়ে ইন্ডিয়ার মিডিয়া অনেক আজেবাজে কথা লেখে। আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ার মিডিয়ার জন্য চপেটাঘাত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব বলেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে কুবিসাসের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও শফিকুল আলম আরও বলেন,
“আমি ক্যাম্পাস সাংবাদিকতার ফ্যান। ক্যাম্পাস সাংবাদিকতা আমরা এখনো বুঝতে পারে নাই। ক্যাম্পাস সাংবাদিকতার মূল জায়গা স্টোরি টেলিং শেখা। ক্যাম্পাস সাংবাদিকতা এই সুযোগটা তরুণ সাংবাদিকদের দেয়। আপনারা কুবিসাস’র মাধ্যমে একটা পেইজ খুলেন ওইখানে সবাইকে বলবেন স্টোরিগুলো শেয়ার করতে। ক্যাম্পাস সাংবাদিকতা মানেই শোষণের শিকার। আগের সরকার সকল সিকিউরিটি ফোর্স দিয়ে আমাদের অধিকার হরণ করেছে। আমি এখানে সবাইকে বলবো ধীরেন্দ্রনাথ দত্তের জীবনী পড়তে। ভিসি এটা বলেছে, প্রো-ভিসি এটা বলেছে, হলে খাবার সংকট এসবে পড়ে থাকবেন না। নিজেকে ব্যপ্ত করেন। স্টোরি টেলিংয়ের মাধ্যমে নিজেকে খুঁজে পাবেন। এটা নিজেকে খুঁজে পাওয়ার একটা ভালো মাধ্যমে। আপনারা শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবেন না। আমি আশাবাদী কুবিসাস বাংলাদেশের যতগুলো ক্যাম্পাস সাংবাদিকতায় যারা যারা এগিয়ে আছে তাদের মধ্যে ফ্রন্ট লাইনে থাকবে।”

অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর সাধারণ সম্পাদক সাঈদ হাসানের সঞ্চালনায় এবং সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাস’র উপদেষ্টা অধ্যাপক ড. মো: হায়দার আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়া প্রধান আলোচক হিসাবে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ আলোচক হিসেবে ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাস’র উপদেষ্টা অধ্যাপক ড. মো: হায়দার আলী বলেন, আপনাদের স্বাধীনভাবে সাংবাদিকতা করতে হবে। লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বের হতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে কোনো অন্যায়ের পাশাপাশি ভুলভ্রান্তিও তুলে ধরতে হবে। এমন কি আমার ভুলগুলোও তুলে ধরবেন। আমি এটাই চায়। আমি ৬ মাস ক্যাম্পাসে এসেছি। বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ও মেধাবী শিক্ষক-শিক্ষার্থী থাকার পরেও এই বিশ্ববিদ্যালয় এখনো সরকারি হিসেবে ২য় গ্রেডে রয়েছে। সেটা খুবই দুঃখ জনক। আমি সাংবাদিকদের বলব বিশ্ববিদ্যালয় কেন ২য় গ্রেডে গেল সেই রহস্য উদঘাটন করা হোক। দেশে এমন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যারা ওয়ান গ্রেডে আছে। আপনাদেরকে এই বিশ্ববিদ্যালয় এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে। নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা যায় সে সম্পর্কে লেখালেখি করতে হবে। নতুন ক্যাম্পাসের যে অনিয়ম হয়েছে সেটিও উদঘাটন করতে হবে। যারা অন্যায়ের সাথে জড়িত আছে তাদের বিচারের আওতায় আনা হোক।

 

 

বিশেষ আলোচক হিসেবে তাসনিম খলিল বলেন, আজকে দায়িত্ব হস্তান্তরে আগের নেতৃবৃন্দ সরে যাবেন নতুন আপনারা আসবেন। আপনারা খুব গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব নিচ্ছেন। ১যুগ বাংলাদেশে কোনো স্বাধীন সাংবাদিকতা ছিলো না। আপনারাই প্রথম নেতৃত্ব যারা নতুন করে স্বাধীন বাংলাদেশে, স্বাধীন গণমাধ্যম সৃষ্টির সুযোগ পাচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশে সাংবাদিকতার উর্বর ক্ষেত্র হলো বিশ্ববিদ্যালয়গুলো। আপনারা অনেকে বিভিন্ন স্থানীয় মিডিয়া বা জাতীয় মিডিয়ায় প্রতিনিধি হিসেবে যুক্ত আছেন। আমার প্রশ্ন হলো বিশ্বের বিভিন্ন জাতি যেমন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা তাদের হাত পাকায় ইউনিভার্সিটি পত্রিকায় কাজ করে। বাংলাদেশে এরকম ব্যক্তিগত গণমাধ্যম দেখা যায় না। এখানে একটা বড় গ্যাপ আছে আপনারা নতুন যারা আসছেন এরকম কিছু করা যায় কিনা দেখবেন। আপনারা স্বাধীন গণমাধ্যম চর্চা নিশ্চিত করবেন। আপনারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেতু আপনারা শিক্ষার্থীদের সকল স্বার্থ নিয়ে কথা বলবেন।
আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কমিউনিটির প্রতি দায়বদ্ধতা। যেটা ইংরেজীতে একটা টার্ম আছে টাউন এন্ড গাউন। আপনারা গাউন পড়া শিক্ষিত লোকজন কিন্তু আপনাদের টাউন এর লোকজন কেমন আছে, বাইরের দোকানদার কেমন আছে তাদের প্রতি আপনাদের দায়িত্ব আছে। এই দায়িত্ব আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের যেকোনো পরামর্শের জন্য আমাদের কাছে আসুন আমরা সহযোগিতা করব আপনাদেরকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম