1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার কুমার নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ ! সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার এক পরিবারের বিরুদ্ধে ১০ মামলা- প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার! মাগুরার কুমার নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ! ঠাকুরগাঁওয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে ক্ষোভ আইনজীবীদের ! লালমাইয়ে জামাতের ভাষা দিবস উপলক্ষে বর্নাঢ্য যুব র্যালী অনুষ্ঠিত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের পুষ্পস্তবক অর্পণ

মাগুরার কুমার নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার কুমার নদীতে নিখোঁজের ৭দিন পর বৃহস্পতিবার দুপুরে ভেসে উঠল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ!

জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার গড়াই নদীর পাড় থেকে উৎপল কুমার বিশ্বাস (৪২) নামের এক ব্যবসায়ীর লাশ দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে ।
নিহত উৎপল কুমার বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের প্রয়াত ধীরেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র। সে সমাধিনগর বাজার বণিক সমিতির সহ-সভাপতি ছিলেন এবং ওই বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

নিহতের স্বজনরা জানান, উৎপল কুমার গত শুক্রবার বিকেল ৩টার দিকে সমাধিনগর নামযজ্ঞ অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার গড়াই নদীতে উৎপলের মরদেহ ভেসে উঠার খবর পাওয়া যায়। মরদেহের পেট কাটা ও হাত-পা বাঁধা অবস্থায় ছিল। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী।

মাগুরার শ্রীপুর থানার নাকোল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মুকুল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে নৌ-পুলিশের আওতাধীন হওয়ায় নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছে।

নড়াইলের বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী জানান- পেট কাটা ও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

রাজবাড়ী বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, উৎপল কুমার বিশ্বাস গত শুক্রবার থেকে নিখোঁজ। পরিবারের পক্ষ থেকে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। গড়াই নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় উৎপলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম