নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় সামাজিক সংগঠণ আর-রহমান-মাদারস ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়নের ২০জন ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা ২টার সময় রায়েন্দা বাজারস্থ অস্থায়ী কার্য্যালয়ে রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মনিরুজ্জামান প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার ৪টি ইউনিয়নের ২০ জন ইমামের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেন হাওলাদার, মোস্তফা কামাল হাওলাদার, ফয়সাল আহসান, রায়েন্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্য ফারুক হোসেন তালুকদার, ব্যবসায়ী মনির হোসেন ও বিকাশ চন্দ্র প্রমূখ।