মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরী দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে মাগুরা সেনা ক্যাম্প। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গরুর হাটের পাশ থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।
এ সময় পাইপগান দু’টির পাশাপাশি ১ টি পাইপগানের অতিরিক্ত ব্যারেল, দুই টলি অবৈধ কাঠ, ২টি গাছ কাটা করাত, ১টি কুড়াল, ৪টি গাছ কাটা দা ও ৪টি রিং রেঞ্জ উদ্ধার করে সেনাবাহিনী।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাগুরা সেনা ক্যাম্পে অভিযোগ যায় যে, উপজেলার সারঙ্গদিয়া গরুর হাটের পাশের সরকারি জমিতে রাতের আঁধারে ২০ থেকে ২৫ জনের একটি দল অবৈধভাবে গাছ কাটছে। খবর পেয়ে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর সেনা ক্যাম্পের রাতের টহল ও শ্রীপুর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আততায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেশীয় পাইপগানসহ সকল সরঞ্জামাদি শ্রীপুর থানা হেফাজতে রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২১/০২/২০২৫ইং