এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে কৃষকের পাশে সেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশন।
বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকটে পড়ায় আজ কয়েকদিন ধরে ৪নং কান্দিরপাড় ইউনিয়নের বিভিন্ন গরিব কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশন এর সদস্য গণ!
মানবতার পাশে! কৃষকের পাশে!
সোনার ফসলে ভরে উঠুক কৃষকের উঠান, কৃষকের প্রাণে বেজে উঠুক আনন্দের গান। এমন নানাাবিধ স্লোগানকে সামনে রেখে স্বেচ্চায় বিনা পারিশ্রমে শ্রম দিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। এতে খুশি স্থানীয় কৃষকরা।