মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও বাজার মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বর্নাঢ্য র্র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (০১ মার্চ ২৫) বেলা সাড়ে ১১ টায় মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে র্র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহরের ভয়ানার মোড়ে সমাবেশে মিলিত হয়। শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়েরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আমিনুদ্দিন। বক্তারা আসন্ন রমজানের পবিত্রতা রক্ষায় রোজার সময় সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা অথবা উপযুক্ত পর্দার ব্যবস্থা করার দাবী জানান। এছাড়া রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির পায়তারা রুখে দেয়া, ঘুষ দুর্নীতি চাঁদাবাজি বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
উল্লেখ্য বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার বিকেলে মাগুরা শহর, শ্রীপুর, মহম্মদপুর এবং শালিখা উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বর্নাঢ্য র্র্যালী আলোচনা সভা করেছে বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/০৩/২০২৫ইং