লাভলু শেখ,লালমনিরহাট : আলোচিত লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের করোনা রোগী পিতা ও পুএ প্রায় ২০ দিন চিকিৎসা শেষে রোববার বাড়িতে ফিরছে। সম্প্রতি নারায়নগন্জ ফিরত কামরুল কাশ,সদ্দি,জ্বর ও গলা ব্যথা নিয়ে গুরুত্বর অসুস্হ্য হলে লালমনিরহাট সদর হাসপাতালে ভতি করা হয়। তার নমুনা সংগ্রহ করে। রংপুর মেডিকেলে পরীক্ষা করা হলে করোনা রোগী চিন্হিত হয়। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। তার ৩ দিনের মাথায় তার শিশু পুত্র ও করোনায় অাক্তান্ত হলে তাকেও অাইসোলেশনে নিয়ে চিকিৎসা করা হলে রোববার সম্পুন্ন সুস্হ্য দেখিয়ে পিতা ও পুএ কে ছাড়পএ দেয়া হলে তারা বাড়িতে ফিরেছে। রোববার লালমনিরহাট সদর হাসপাতালের সিভিল সাজন এতথ্য নিশ্চিত করে বলেন, পিতা ও পুএ সুস্হ্য হয়ে বাড়ি ফিরেছে। তবে পিতা ও পুএ ঘাতক করোনা থেকে মুক্ত হওয়ায় জেলাবাসীর মধ্যে স্বস্হি ফিরে এসেছে। তারা সুস্হ্য হওয়ার মধ্যদিয়ে করোনা জয় করলেন।