গোদাগাড়ী প্রতিনিধি :-
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে হাঁস ও হাঁসের উপকরণ বিতরন করা হয়েছে। এবারের প্রকল্পে মোট ১০ হাজার ৭ শ টি হাঁস ও হাঁসের উপকরণ ৫৩৫ জন সুফলভোগীর মাঝে বিতরন করা হয়। এতে জনপ্রতি ২০ টি করে হাঁস, ৭৫ কেজি খাদ্য ও হাঁসের খাঁচা ৫৩৫ জন সুফলভোগির মাঝে বিতরন করা হয়েছে।
১৬ মার্চ ( রবিবার ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সকাল ১০ টায় এই কর্মসূচীর উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন।
এতে আরও উপস্থিত ছিলেন , প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম,আদিবাসী নেতা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা।
এদিকে প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ পেয়ে হাসিমুখে ফিরতে দেখা যায় আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সকলকেই। হাঁসগুলো সুস্থ ও রোগ মুক্ত হিসেবে লক্ষ করা গেছে।হাঁসগুলো আদিবাসী সম্প্রদায়ের জীবন মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন এই সম্প্রদায়ের জনগোষ্ঠীর নেতারা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মানোন্নয়ন সমুন্নত রাখতে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। এ ধরনের সহায়তা যেন অব্যাহত রাখা যায় সেই বিষয়টাও খেয়াল রাখছি। আসলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ অনুন্নত অবস্থায় রয়েছে। তাদের জীবন মান সমুন্নত রাখতেই প্রাণিসম্পদ প্রকল্পের এই প্রচেষ্টা।