আল হাসান মোবারক
স্টাফ রিপোটারঃনির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র ইফতার মাহফিল এক কথা বলেন।
গত ১৬ মার্চ ২০২৫ ইং জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে এ বক্তব্য
ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি। তারা অতি অল্প সময়ে অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন করতে পারেন।
নির্বাচন যতদিন দেরি হবে তত বেশি তারা বাংলাদেশে বিরুদ্ধ ফ্যাসিস্ট শক্তিরা মাথাচাড়া দিতে শুরু করবে। তার একই সঙ্গে তারা জঙ্গি ও উগ্র মনোভাব পোষণ সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে যাচ্ছে ।
এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় ইফতারপূর্ব এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।