স্টাফ রিপোর্টারঃ
হোমিও গরিব শিক্ষকদের provident faund এর চেয়ারম্যান পদ জোরপূর্বক দখল করে ঢাকা মহানগর উওর যুবদলের সাবেক নেতা কে এম জাকির হোসেন মিয়া, তার দাপট ও উগ্র আচরনে হতভম্ব হোমিও অঙ্গন।
বিএনপি’র দলীয় নিষেধাজ্ঞ উপেক্ষা করে চর দখলের মত, পূর্বে কোন অভিজ্ঞতা বা যোগ্যতা না থাকার পরও শুধু দলীয় প্রভাব খাটিয়ে এ কে ম জাকির হোসেন বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (provident faund) এর জোর পূর্বক নিজের প্রভাব খাটিয়ে চেয়ারম্যান পদ দখল করে।
এতে অসহায় গরীব শিক্ষকদের কল্যান ট্রাষ্ট (provident faund)এর কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে বলে খবর পাওয়া যায়।আরও জানা যায় গত তারিখে ১১ মার্চ ২০২৫ খ্রি, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল-এর নির্বাহী পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী’র সভাপতিত্বে কাউন্সিলের সভাকক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাকির সভা চলাকালে এক পর্যায় অতিরিক্ত সচিব ও হোমিও চেয়ারম্যান নুর আলম সিদ্দিকের সঙ্গে অকথ্য ভাষা গালিগালাজ ও শোভন আচরণে তুলকালাম কান্ড করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক মন্তব্য করে তিনি বলেন এই ধরনের উদ্ভট আচরণ, অসংলগ্ন কথাবার্তা, ক্ষমতার দাপট দেখানোর প্রয়াস মাত্র, আর কিছু নয় ।
হোমিওপ্যাথি’র ইতিহাসে এই ঘটনা একটি নেক্কার জনক ঘটনা।তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, সেই দিনের ঘটনা ৫ আগষ্টের আগের আওয়ামীলীগের ফেসিবাদীদের আচরণ সাথে এই জকিরের আচরনের মিল পাওয়া যায় । যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও শহীদ জিয়ার আর্দশের কোন কর্মীর এহনো আচরণ আমাদের কাম্য নয় বলে আমরা মনে করি ।