নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী টেনিস প্রিমিয়ার লিগ ২০২৫ সালের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত৷ হয়েছেন।
২৭ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে রাজশাহীর ১) কিং অফ সুলতানস, ২) আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, ৩) অন্তর ইলেভেন ষ্টার, ৪) লোকাল ষ্টার, ৫) আতিফা ষ্টারস, ৬) ব্লেস বাউন্সার, ৭) রাজশাহী নোয়াবস, ৮) ইত্যাদি ইলেকট্রনিক্সসহ মোট ৮ টি টিম অংশগ্রহণ করে।
রাজশাহী টেনিস ক্রিকেটার এসোসিয়েশনের আয়োজনে উপস্থিত ছিলেন আহবায়ক বাসু প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ, সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ, সদস্য তাইরান, রনি, রকি, মশিউর, সবুজ, অনিক, কাজল, রানা প্রমুখ।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর সদস্য সচিব ইঞ্জি আরিফুজ্জামান বলেন, আমার চেষ্টা করছি আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহীতে প্রতিষ্ঠা করতে। আমার মাত্র টিম নিলাম আশা করি খেলার মাধ্যমে রাজশাহী বাসীর মনে জায়গা করে নিবো।