মোঃ সাইফুল্লাহ ;
‘তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মান উন্নয়ন’ – এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে রবিবার বিকেলে মাগুরার শ্রীপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সমাজসেবা কর্মকর্তা আবদুর রাজ্জাক, শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদসহ অন্যরা।
বক্তারা খেলাধুলা অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে মাদক মুক্ত, মোবাইল মুক্ত রাখার প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারীগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ , শ্রীপুর (মাগুরা),০৬.০৪. ২৫ ইং