মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৩৩২ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সোমবার বিকেলে শ্রীপুর উপজেলার কাজলী কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
খেলার উদ্বোধন করেন মাগুরার কৃতি সন্তান যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক নেতা মোল্লা মতিয়ার রহমান, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী রাশেদ মল্লিক, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাবু, কাজলী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সৈয়দ জাহিদ সাজ্জাদ,কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী, শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আয়ুব হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী, অবিভাবকসহ এলাকার নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
১৫/০৪/২০২৫ইং