নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় ২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে অস্থায়ী বেদে পল্লীতে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করলেন শরণখোলা উপজেলা যুবলীগের সদস্য ডাক্তার ফারুক হোসেন হিরু।
করোনা মহামারীতে লকডাউনে থাকা গোপালগঞ্জ থেকে আসা ভাসমান ৩টি বেদে পরিবার করোনা মহামারীর শুরু থেকেই অসহায় ও মানবেতর জীবন যাপন সহ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছিলেন। তাদের মাঝে রবিবার বিকাল ৩টার দিকে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী তুলে দেন যুবলীগের ওই নেতা। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, খেজুর, চিঁড়া, মুড়ি ও ছোলা সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার মোঃ আনোয়ারুল কবির।
খাদ্য সহায়তা পেয়ে বেঁদে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুবলীগ নেতা হিরুর মায়ের আত্মার মাগফেরাত কামনা করেন।
এব্যাপারে যুবনেতা হিরু বলেন মানবতার সেবায় করোনা পরিস্থিতির শুরু থেকেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা অব্যহত ছিল এবং থাকবে।