বিশেষ প্রতিনিধি;
মাগুরা জেলার শ্রীপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে ছাত্রদলের কেন্দীয় শাখা। ২৩ এপ্রিল বুধবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি পত্রে আগামী ২৫ এপ্রিল শুক্রবারের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবেনা এর কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
এর আগে তার বিরুদ্ধে এক শিক্ষককে অপহরণ ও জোরপূর্বক চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ উঠে। এঘটনায় ভুক্তভোগী শিক্ষক ফয়জুর রহমান ১৮ এপ্রিল ২০২৫ মাগুরার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সী সোহেলের সঙ্গে ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী এসব কর্মকাণ্ডে জড়িত। অভিযুক্তদের মধ্যে আছেন সোহেলের ঘনিষ্ঠ সহযোগী আলামিন, রাজ্জাক, শুকুর ও লিপ্টন। অভিযোগ অনুযায়ী, গত ৭ এপ্রিল রাত ৮টার দিকে সোহেলের নির্দেশে আলামিন ও রাজ্জাক শিক্ষক ফয়জুর রহমানের স্ত্রী শামীম লাকনুর কাছ থেকে নগদ ১ লাখ টাকা এবং ২ লাখ টাকার একটি চেক আদায় করেন। পরবর্তীতে তারা সেই অর্থ মুন্সী সোহেলের হাতে তুলে দেন।
অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষক ফয়জুর রহমান বলেন, “মুন্সী সোহেল ও তার সহযোগীরা আগেও আমার এলাকায় চাঁদাবাজি করেছিলেন। আমি তখন বিষয়টি বিএনপির উর্ধতন কর্মকর্তাদের জানালে তারা আমার উপর ক্ষীপ্ত হয়, পরে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চাঁদা দাবি করে তারা। চাঁদা না দিলে এলাকায় থাকতে পারবেন না বলেও হুমকি দেয় তারা।”
তিনি আরও বলেন, “এ ঘটনার জেড়ে ধরেই পরে ৭ এপ্রিল সোমবার বিকালে আমাকে ফোন করে ডেকে নিয়ে তাদের অফিসে জিম্মি করা হয় এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। আমার স্ত্রী বাধ্য হয়ে নগদ এক লক্ষ টাকা দেয়। এরপর থানায় মামলা করেছি এবং এখন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি।”
বিশেষ প্রতিনিধি, শ্রীপুর, মাগুরা।
তাং ২৪/৪/২০২৫ইং