সেলিম উদ্দীন,কক্সবাজার :
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পশ্চিম গোমাতলী কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম ফরিদ।
চলমান দুর্দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
করোনা পরিস্থিতি মোকাবেলায় তার নিজ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জনগণের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি সেমাই , ১কেজি চিনি,২ কেজি আলু,১ কেজি পেঁয়াজ,১ কেজি মুড়ি।
রবিবার (৩মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদুল আলম ফরিদ ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার পোকখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজনের উপস্থিতিতে বিতরণ করেন।
এসময় পোকখালী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের অন্তত ৫ শতাধিক হিন্দু-মুসলিম পরিবার স্বচ্ছন্দ্যে এসব উপহার সামগ্রী গ্রহণ করেন।
জানতে চাইলে ফরিদুল আলম ফরিদ বলেন, দুর্যোগ মুহূর্তেই মানুষের পাশে দাঁড়ানো মানবিক কাজ।
চলমান করোনার ভয়াবহ পরিস্থিতিতে প্রতিটি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
তিনি আগামীতেও গ্রামবাসীর সুখে দুঃখে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে এ অবস্থায় সকলকে ঘরে থাকার আহ্বান জানান।
পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ-কর্ম চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
এই সময় উপস্তিত ছিলেন সাংবাদিক সেলিম উদ্দিন, পোকখালী ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি নূরুল হুদা,সাধারণ সম্পাদক মনসুর আলম,৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৫ নম্বার ওয়র্ডের সভাপতি আবুল হোসন, সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, ৬ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,৪ নম্বার ওয়ার্ডের সভাপতি নুরুল আলম,৩ নম্বার ওয়ার্ডের সভাপতি আজিজ বাঙালি, সাধারণ সম্পাদক ফজল আহাম্মদ,পোকখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন,পোকখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রহমত উল্লাহ, ফরিদুল আলমের ছোট ভাই নোমান, মতিউর রহমান, মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।